পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, ‘একটি দল আছে, যাদেরকে চেনা খুব মুশকিল। যাদের মধ্যে কিছু কিছু মুক্তিযোদ্ধাও আছেন, কিছু কিছু রাজাকারও আছেন। যে দলের প্রতিষ্ঠাতা গায়ের জোরে ক্ষমতা দখল করে সংবিধান পরিবর্তন করে মানুষের হাতের ক্ষমতা নিজের হাতে নিয়েছিল। সেই দলটি প্রতিদিন বক্তৃতা করে দেশের বিরুদ্ধে কথা বলে। সেই দলটি নির্বাচন কমিশন মানে না, নির্বাচনের আইন মানে না, আদালত মানে না, ডিসি-এসপি-ওসি মানে না, এমপি-ইউএনও মানে না। প্রধানমন্ত্রীর নাম মুখে নেয় না। তাহলে কোন ক্ষমতায় তারা এদেশে কথা বলার অধিকার রাখে। আপনি ভোট দেন বা না দেন, আপনার ইচ্ছা। আমরা সম্মান করি। কিন্তু ভোট হতে দেবেন না! এই কথা বলা অন্যায়। এইটা ফৌজদারি অপরাধ। কেউ যদি বলে ভোট হতে দেব না, আমরা তাকে ফৌজদারি অপরাধে বিচারের সামনে নিয়ে আসতে পারি। কিন্তু আমরা চাই শান্তি।'
মন্ত্রী বলেন, ‘এই যে রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধ হচ্ছে, আমাদের প্রধানমন্ত্রী বলেছেন- আমরা কোনো পক্ষে নেই। দু’জনেই (দু’দেশ) আমাদের বন্ধু। দু’জনেরই সাথে আমাদের ব্যবসা-বাণিজ্য আছে। আমরা চাই, আপনারা বসে মিটমাট করে ফেলেন। ঠিক তেমনি এই দেশের ভেতরে যদি কোনো বিষয় থাকে, মতবিরোধ থাকে, আপনারা বসে কথা বলুন। কিন্তু কথা বলার আগে দেশের আইন মানতে হবে।’
আজ রবিবার বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলা প্রশাসন আয়োজিত নবনির্মিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন, অডিটোরিয়াম ও বঙ্গবন্ধু ম্যুরালসহ ৯টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, ২৯টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগি সংগঠন আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন। নবনির্মিত অডিটোরিয়ামে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান ও উপজেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত গণসংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান সভাপতিত্ব করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা জাহান সরকারের সঞ্চালনায় প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) রফিকুল ইসলাম ও বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুনু মিয়া। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ফারুক আহমদ ও সাংগঠনিক সম্পাদক আবদুল আজিজ সুমনের সঞ্চালনায় গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) শফিকুর রহমান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট শাহ ফরিদ আহমদ, নাজনীন হোসেন, উপদেষ্টামন্ডলীর সদস্য ও বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সামছুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক আবদুল জলিল জালাল, যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন, দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন, খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর, সদর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক শাহনেওয়াজ চৌধুরী সেলিম, উপজেলা কৃষক লীগের সভাপতি ছোরাব আলী, যুবলীগের যুগ্ম আহ্বায়ক আশিক আলী, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আতিকুর রহমান, ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ জয়, ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলাম রুকন প্রমুখ। অনুষ্ঠানের সংবর্ধিত অতিথিকে নিবেদিত মানপত্র পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মকদ্দুছ আলী।
বিডি-প্রতিদিন/শফিক