বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে ভৈরব নদের পুণঃখননের (২য় পর্যায়) কাজ উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে মুজিবনগর উপজেলা যতারপুর গ্রামে ভৈরব নদী খননের কাজ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভৈরব খনন কাজের উদ্বোধন করেন। মেহেরপুর জেলাপ্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে সম্মানিত অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।
পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনো দেখতে চাননা নদী ভাঙনের কষ্টে কারও কান্না আসুক। প্রধানমন্ত্রী এই দেশেকে আজকে উন্নয়ন শীল দেশে নিয়ে এসেছেন। এখন স্বপ্ন দেখছি ২০৩১ সালের মধ্যে আমরা উচ্চ মধ্যম আয়ের দেশে পরিনত হবো। ২০৪০ সালের মধে আমরা সমৃদ্ধিশালী দেশে পৌঁছাবো। আজকে আমরা মহাকাশে বঙ্গবন্ধু স্যাটালাইট পাঠিয়েছি। যে বাংলাদেশকে যারা আগে তলাবিহীন ঝুড়ি বলতো সেই বাংলাদেশকে এখন তারা উন্নয়নের রোল মডেল বলে আখ্যায়িত করেছে। আমাদের প্রধানমন্ত্রী পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্র নায়কদের মধ্যে একজন। প্রধানমন্ত্রী যতদিন আছেন বাংলাদেশ উন্নয়নের পথে থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ফজলুল রশিদ, অতিরিক্ত সচিব উন্নয়ন মিজানুর রহমান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী পশ্চিমাঞ্চল আব্দুল হেকিম, কুষ্টিয়া পওর সার্কেল তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুল হামিদ, মেহেরপুর জেলা পুলিশ সুপার রাফিউল আলম, গাংনী উপজেলা পরিষদেও চেয়ার ম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এম এ খালেক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেহেরপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাহিনুর জামান ।
২ কোটি ৩৭ লাখ টাকা ব্যয়ে চলমান ভৈরব নদের খনন কাজে মেহেরপুর জেলায় ৩০ কিলোমিটার ও চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা উপজেলা পর্যন্ত ২৫ কিলোমিটার ২য় পর্যায়ে খনন কাজ শুরু করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ