সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনাকে দুঃখজনক মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, আমরা খবর পেয়েছি যে সীতাকুণ্ডের দুর্ঘটনায় যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা তাদের চিকিৎসার জন্য সবধরনের ব্যবস্থা নিয়েছি।
রবিবার দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত একটি আন্তর্জাতিক কনফারেন্সে এসব কথা বলেন তিনি। নিউরোসার্জারির বিশ্বায়ন ও চ্যালেঞ্জ শীর্ষক এ কনফারেন্সের আয়োজন করে বাংলাদেশ সোসাইটি অব নিউরো সার্জন।
তিনি আরও বলেন, আমরা যে খবর পেয়েছি তাতে এ পর্যন্ত প্রায় ১৪ জন মারা গেছেন এবং এরা সবাই বাইরের। অর্থাৎ সবাই বাইরে দাঁড়িয়ে দেখতে ছিল। অনেক সময় দাঁড়িয়ে দেখে কীভাবে কী হচ্ছে, ছবি তোলার চেষ্টা করে, সেখান থেকেই যখন বিস্ফোরণ হয়, তখন এ বাইরের লোকগুলো মারা গেছেন। ভেতরের লোক বেরুতে পারেনি। সেটা এখনও জানা যায়নি কত লোক আটকে ছিল। এটা খুবই দুঃখজনক ঘটনা, আমরা এ ধরনের ঘটনা আশা করি না।
করোনার বুস্টার ডোজ নিয়ে এ সময় তিনি বলেন, আমরা এক কোটি বুস্টার ডোজ দিতে চাই আগামী ১২ তারিখ পর্যন্ত। প্রয়োজনে আরও বেশি দেওয়া হবে। বর্তমানে করোনা নিয়ন্ত্রণে আছে এবং আমরা এটা ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পেরেছি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন