নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী এমপি বলেছেন, যারা উত্তরাঞ্চলের মানুষদের মফিজ বলতো এবং মঙ্গাকবলিত করে রেখেছিল, এখন রাজনীতিতে তারাই মফিজ ও মঙ্গায় নিমজ্জিত হয়েছে। অর্থমন্ত্রী সাইফুর রহমান বলেছিলেন, দেশে খাদ্যের অভাব দরকার আছে, না হলে বিদেশি সাহায্য পাওয়া যায় না। তিনি বাংলাদেশে মঙ্গা এবং খাদ্য অভাব সৃষ্টি করেছিলেন। সে সময় মানুষ না খেয়ে মারা গেছে। এই ছিল বাংলাদেশের অবস্থা। এখন কোনো মানুষ আর না খেয়ে বা অর্ধাহারে অনাহারে মারা যায় না। এই উত্তরাঞ্চলের মানুষকে কেউ আর মফিজ বলে না এবং বাংলাদেশের কোনো এলাকা এখন আর মঙ্গাকবিলিত নয়। এ অঞ্চলের অনেক মানুষ এখন বিমানে চড়ে ঢাকায় যাওয়া আসা করে। ঢাকায় বসে যারা রাজনীতি করে তারা জানেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের কিভাবে আমূল পরিবর্তন করেছেন।
রবিবার সকালে বিরল উপজেলা পরিষদের হলরুমে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, মৎস্য সেক্টরে আমাদের বিরাট সম্ভাবনা আছে। আগামীদিনে সুনিল অর্থনীতি বা গ্রুপ ইকোনোমিক স্থায়ী অবস্থান ধরে রাখবে এই মৎস্য সেক্টর। শুধু বাংলাদেশের চাহিদা নয়, বিশ্বের মানবগোষ্ঠীর চাহিদা মেটানোর জন্য মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় বিরাট ভূমিকা রেখে চলছে। একটি পরিকল্পিত দৃষ্টিভঙ্গি নিয়েই সরকার কাজ করছে।
অনুষ্ঠানে ইউএনও আফছানা কাওছারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিরল উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর ও সাধারণ সম্পাদক রমাকান্ত রায়। স্বাগত বক্তব্য রাখেন, বিরল উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা.) আখতারুজ্জামান।
বক্তব্যের পরে প্রধান অতিথি মৎস্য চাষে অবদান রাখার জন্য ৪ জনের মাঝে সম্মাননা স্মারক বিতরণ ও সমাজসেবা অফিস কর্তৃক দুরারোগ্য ব্যাধীতে ভুক্তভোগী ১৫ জন রোগীর মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ করেন। এর আগে প্রধান অতিথি নৌপরিবহন প্রতিমন্ত্রী বিরল উপজেলা পরিষদ চত্বরে জামতলী হতে তারগাঁও ইউপি হেডকোয়াটার (বগদইড় হাট) ভায়া উত্তর গোবিন্দপুর পর্যন্ত রাস্তা, ধামইড় ইউপি হেডকোয়াটার হতে তারগাঁও ইউপি হেডকোয়াটার পর্যন্ত রাস্তা, রামপুর হতে নেহালগ্রাম কুবের দোকান পর্যন্ত রাস্তা, কাশিডাঙ্গা সিজি হতে মঙ্গলপুর জিসি ভায়া মিলডাঙ্গা বাজার পর্যন্ত, রাস্তা ও ধামইড় ইউপি অফিস হতে কাশিডাঙ্গা জিসি পর্যন্ত রাস্তার শুভ উদ্ধোধন করেন এবং মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে উদ্বোধন ঘোষণা করে মুল্লুক দেওয়ান পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। পরে তিনি বন বিভাগ কর্তৃক বুনিয়াদপুর এলাকায় তুলাই নদীর ধারে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন এবং বুনিয়াদপুর সিনিয়র মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
বিডি প্রতিদিন/হিমেল