শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমরা শিক্ষা ব্যবস্থায় আনন্দ নিয়ে আসতে চাই। শুধু সংখ্যায় নয়, শিক্ষায় গুণে ও মানের দিকে নজর দিতে হবে। শিক্ষা ব্যবস্থার ত্রুটি খুঁজে বের করে প্রধানমন্ত্রীর নির্দেশনায় দক্ষ জনশক্তি গড়ে তুলতে কাজ করতে হবে।
বুধবার শার্শার বাগআঁচড়ায় ড. মশিউর রহমান কলেজের আমেনা খাতুন নামে নতুন একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে সুধী সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, বিগত জোট সরকারের আমলে শিক্ষা ব্যবস্থা ছিল নাজুক। বর্তমান সরকার তা উত্তরণ ঘটিয়ে ৬৫ শতাংশে উন্নীত করেছে।
এর আগে, কলেজের নবনির্মিত ভবন ও কলেজের বিভিন্ন দিক ঘুরে ঘুরে দেখেন এবং শিক্ষকদের সাথে মতবিনিময় করেন তিনি। এ সময় মন্ত্রীকে ক্রেস্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক শওকত হোসেনের সভাপতিত্বে সুধী সমাবেশ ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-১ এর সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান, শার্শা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ, শার্শা উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষকা এবং দলীয় অঙ্গ-সংগঠনের নেতাকর্মী।
বিডি প্রতিদিন/এমআই