নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘বর্তমান সরকারের ভিশন-২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে দেশের সকল সেক্টরকে নিয়ে একযোগে কাজ করছে। এর অংশ হিসেবে শিপিং সেক্টরও জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হয়েছে। ২০৪১ সালের মধ্যেই বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে।’
রবিবার ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট (এনএমআই) চট্টগ্রামের ২৪তম এবং মাদারীপুরের ১৩তম ব্যাচের প্রশিক্ষণার্থী রেটিংসদের পাসিং আউট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খালিদ মাহমুদ বলেন, ‘ডিজিটালাইজেশনের কারণে বিশ্ব নৌবহর দ্রুতগতিতে উন্নত থেকে উন্নতর হচ্ছে। সেই সাথে তাল মিলিয়ে বাংলাদেশ সরকারও জাহাজি অফিসার ও রেটিংদের প্রশিক্ষণের ব্যবস্থা করছে। এসব পদক্ষেপ বাংলাদেশকে নিম্নমধ্য আয়ের দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল (ডেভলপিং) দেশে এবং উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে পরিণত হওয়ার পথে এগিয়ে নিচ্ছে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউটটি- চট্টগ্রামকে মেরিটাইম কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে পরিণত করার সরকারি পরিকল্পনার অংশ হিসেবে সরকার ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউটে ‘শেখ রাসেল সিমুলেটর ভবন’ নির্মাণ করেছে। যার মধ্যে ফুল মিশন ব্রিজ সিমুলেটর, ফুল মিশন ইঞ্জিন সিমুলেটর এবং হাইভোল্টেজ সিমুলেটরসহ অন্যান্য আধুনিক প্রশিক্ষণ যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে। এর ফলে বাংলাদেশের শিপিং সেক্টরের সংশ্লিষ্ট অফিসার ও রেটিংদের উন্নতমানের প্রশিক্ষণ প্রদানের সুযোগ সৃষ্টি হয়েছে। এ ধরনের প্রশিক্ষণের জন্য বাংলাদেশি অফিসার ও রেটিংদের (নাবিক) আর বিদেশে যাওয়ার প্রয়োজন হবে না। ফলে দেশের আর্থিক সাশ্রয় হবে ও বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ সৃষ্টি হবে।’
প্রতিমন্ত্রী পাসিং আউট রেটিংদের মার্চ পাস্ট পরিদর্শন করেন এবং শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থীদের পুরস্কার বিতরণ করেন। পরে ইনস্টিটিউটের নবনির্মিত মসজিদ ও শেখ রাসেল সিমুলেটর ভবন উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে এনএমআইয়ের প্রশিক্ষণার্থী মো. আতিকুর রহমান টুটুল গোল্ড ও মো. ইসমাইল হোসেন সিলভার মেডেল পান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে নৌ-পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মো. নিজামুল হক, ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের অধ্যক্ষ ক্যাপ্টেন আতাউর রহমান বক্তব্য দেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ