প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষকদের বড় ভূমিকা রাখতে হবে। কারণ স্মার্ট দেশের জন্য স্মার্ট নাগরিক প্রয়োজন। এজন্য আমাদের নতুন প্রজন্মকে স্মার্ট হিসেবে গড়ে তুলতে হবে। আর এই কাজটি শিক্ষকরাই করতে হবে। শিক্ষকরাই হচ্ছেন মানুষ গড়ার কারিগর। এজন্য শিক্ষকদের সততা, নিষ্ঠা, আন্তরিকতা, সহমর্মিতা ভীষণ জরুরি।
বৃহস্পতিবা সকাল ১১ টায় সিলেটের গোয়াইনঘাট উপজেলায় নবনিয়োগপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বরণ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। বছরের প্রথম দিন সারাদেশে বিনামূল্যে বই বিতরণের ঐতিহাসিক সাফল্য সারাবিশ্বকে হতবাক করে দিয়েছে। নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকগণ নিজেদের যোগ্যতার পরিচয় দিয়েই প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত। মেধাবীরা এখন শিক্ষকতায় এগিয়ে আসছেন।
গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমানের সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. গোলাম কিবরিয়া হেলাল, গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন