নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে একটি গোষ্ঠীর মূল কাজ হলো কুতথ্য, গুজব ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি করা। এদের প্রতিহত করতে হবে। মুক্তিযুদ্ধের সময়ও গুজব ছড়ানো হয়েছিল। কিন্তু আমাদের বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারেনি। বাংলাদেশ এগিয়ে যাবে, নির্বাচনে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির বিজয় ঠেকানো যাবে না।
বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘সুশাসনের লক্ষ্যে কুতথ্য প্রতিরোধ করি’ শীর্ষক জাতীয় সেমিনার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বেসরকারি উন্নয়ন সংস্থা ইন্সটিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভলপমেন্ট (আইইডি) এ সেমিনারের আয়োজন করে। যুক্তরাষ্ট্রভিত্তিক দাতা সংস্থা দি এশিয়া ফাউন্ডেশনের সহায়তায় এ সেমিনারের আয়োজন করে প্রতিষ্ঠানটি।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, যারা কুতথ্য সমাজে ছড়ায় তাদের উদ্দেশ্য আছে। তারা সামাজিক, রাজনৈতিক অস্থিরতা তৈরির জন্য কাজগুলো করছে। বাংলাদেশে দুটো মতাদর্শ আছে। একটা হলো দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, আরেকটি হলো দেশকে পিছিয়ে নিয়ে যাওয়া। যারা দেশকে পিছিয়ে নিয়ে যেতে চায়, তাদের থেকে সাবধান থাকার আহবান জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, যারা অসত্য কথা বলে তাদেরকে আমাদের চেয়ে অনেক বেশি মেধার ব্যবহার করতে হয়। তাদের প্রতিরোধ করাও কঠিন। তবে আমরা কুতথ্য, গুজব নিয়ে যত আলোচনা করবো তত কুচক্রী মহল, সুবিধাবাদী গোষ্ঠী দুর্বল হয়ে পড়বে।
সেমিনারে আরও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয়, পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক ও আইইডিসিআরের উপদেষ্টা ডা. মোসতাক হোসেন, ভারতীয় গণমাধ্যমে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন ইমক্যাবের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক ড. ফাতেমা ইয়াসমিন, ইউএনডিপির প্রোগ্রাম অফিসার রেবেকা সুলতানা, অ্যাকশন এইডের ব্যবস্থাপক নাজমুল আহসান, মহিলা বিষয়ক অধিদপ্তরের সহকারী পরিচালক শাহানা আক্তার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আলকামা আজাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী তানিয়া মুস্তারি, জগন্নাথ হল ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক জীবেশ কুন্ডু প্রমুখ।
বিডি প্রতিদিন/আরাফাত