১৬ মে, ২০২৩ ২১:৪১

স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে চিন্তা-চেতনা স্মার্ট হতে হবে: বাণিজ্যমন্ত্রী

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে চিন্তা-চেতনা স্মার্ট হতে হবে: বাণিজ্যমন্ত্রী

স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে, মানুষের চিন্তা-চেতনা স্মার্ট হতে হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, 'শুধু স্মার্ট যন্ত্রপাতি দিয়ে স্মার্ট দেশ গড়ে তোলা সম্ভব নয়, যদি মানুষের চিন্তা চেতনা স্মার্ট না হয়।'

আজ (মঙ্গলবার) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে 'শেখ হাসিনার ভাবনায় স্মার্ট বাংলাদেশ শীর্ষক সেমিনারে' প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

টিপু মুনশি বলেন, করোনার সময়ে তিনি ভ্যাকসিন ক্রয়ের জন্য আগে টাকা দিয়ে রেখেছেন এটাই হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্টনেস। দেশের প্রতিটি স্থানে এক টুকরা জমিও খালি রাখা যাবে না কারণ ১৯৭৬ সালের মতো যদি দুর্ভিক্ষ আসে তাহলে আমাদের না খেয়ে থাকতে হবে না এমন সিদ্ধান্তই প্রমাণ করে তার দূরদর্শিতা। দেশের ১৫% চা আসে পঞ্চগড় থেকে। আজকের পঞ্চগড় চা বাগান হওয়ার পিছনে শেখ হাসিনার স্মার্ট ভূমিকা অনিবার্য। এরকম অসংখ্য ঘটনা আছে তার জীবনে।

অনুষ্ঠানে বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের সভাপতি অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, বাংলাদেশে ১০ই জানুয়ারি এবং ১৭ই মে এ দুটি প্রত্যাবর্তন দিবস অনেক গুরুত্বপূর্ণ। বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন করার পরে আমরা একটি সমৃদ্ধ স্বাধীন জাতি পেয়েছি। আর শেখ হাসিনা সেই স্বাধীন জাতির স্বপ্নকে এগিয়ে নেওয়ার জন্য স্মার্ট বাংলাদেশ ধারনা নিয়ে এসেছে। স্মার্ট বাংলাদেশ বলতে শুধু প্রযুক্তির উন্নতি নয় এটি মানবিক, সাম্যের বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে। 
 
সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর