প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে সরকার শিক্ষা ব্যবস্থায় বৈচিত্র্য আনার ওপর গুরুত্ব দিচ্ছে। স্মার্ট বাংলাদেশর জন্য দরকার স্মার্ট জনশক্তি, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সমাজ ও সরকার। তাই আগামী প্রজন্মকে আমরা এভাবেই গড়ে তুলতে চাই। এজন্য শিক্ষা ব্যবস্থাকেও স্মার্ট করার উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টায় গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে গোয়াইনঘাট শিক্ষা ফাউন্ডেশন আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
মন্ত্রী আরও বলেন, সরকার দেশে ৩৯টি হাইটেক পার্ক প্রতিষ্ঠা করেছে। তরুণ প্রজন্ম যাতে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে জ্ঞান অর্জন করতে পারে সেজন্য সরকার এটা করছে।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আফিয়া বেগম, ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ, জেলা পরিষদ সদস্য সুবাস দাস, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক প্রমুখ।
অনুষ্ঠানে ৫ম ও ৮ম শ্রেনীতে বৃত্তিপ্রাপ্ত ৮০ জন শিক্ষার্থীর প্রত্যককে নগদ ১০ হাজার টাকা ও সার্টিফিকেট প্রদান করা হয়। এছাড়া ৫ম ও ৮ম শ্রেনীর ৬ জন শিক্ষার্থীকে ২০ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হয়।
বিডি প্রতিদিন/এএম