যিনি উন্নয়ন দেন তাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রাখতে হবে বলে মন্তব্য করেছেন মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর-গোপালগঞ্জ-ঢাকা সড়কের পাশে ঝাটকাঠীতে পিরোজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন প্রাণিসম্পদ মন্ত্রী।
প্রধান অতিথির বক্তব্যে প্রাণিসম্পদ মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর হাত ধরেই এ দেশে পদ্মা সেতু নির্মাণ সহ সড়ক যোগাযোগ, তথ্য প্রযুক্তির উন্নতি, বিদ্যুৎ এবং শিক্ষা ব্যবস্থা সহ সর্বত্র অভূতপূর্ণ উন্নয়ন হয়েছে। শেখ হাসিনার সরকারের শাসনামলে দেশে সব ধর্মের মানুষ সম্প্রীতির সাথে বাস করছে। এ সরকার ক্ষমতায় না থাকলে দেশে কোন ধর্মীয় সম্প্রীতি থাকবে না। পুনরায় জঙ্গি গোষ্ঠী মাথা চাড়া দিয়ে উঠবে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী যাকে মনোনয়ন দেবেন তাকেই নির্বাচিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানান প্রাণিসম্পদ মন্ত্রী।
এ সময় তিনি আরও বলেন, বিদেশে শুধুমাত্র একটি পাসপোর্টই বাংলাদেশিদের পরিচয়। আর এ পাসপোর্ট ব্যবস্থাকে আধুনিক ও ডিজিটাল করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উদ্বোধনী অনুষ্ঠানে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সেলিনা বানুরের সভপতিত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপ সচিব মোশারফ হোসেন, পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান এবং পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান উপস্থিত ছিলেন।
১৬টি আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবন নির্মাণ প্রকল্পের আওতায় ৪ কোটি সাড়ে ৭২ লাখ টাকা ব্যয়ে ২৫ শতাংশ জমির উপর ৫ তলা ফাউন্ডেশনে ৩ তলা ভবনটি নির্মাণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত