জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৮ নভেম্বর রাজধানীতে র্যালি করবে বিএনপি। এ জন্য বিএনপির পক্ষ থেকে রোডম্যাপ ঘোষণা করা হয়েছে।
আজ বুধবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলীয় আলোচনা শেষে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এ রোডম্যাপ ঘোষণা করেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আগামী ৮ নভেম্বর দুপুর দুইটায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হবে। র্যালিটি কাকরাইল, মৎস্য ভবন, শাহবাগ, বাংলামোটর, ফার্মগেট হয়ে মানিক মিয়া এভিনিউ গিয়ে শেষ হবে।
বিডি প্রতিনিধি/জুনাইদ