আমার বাংলাদেশ (এবি) পার্টির যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, রাজনৈতিক ছত্রচ্ছায়ায় চাঁদাবাজি, দখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার ব্যবসা বন্ধ হওয়া দরকার।
তিনি বলেন, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো যদি আগের মতোই চলে, নাগরিকদের সেবা দিতে আন্তরিক না হয়, সমস্যার সমাধান করতে না পারে, তাহলে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে না।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে কক্সবাজারের উখিয়ায় এক গণসমাবেশে তিনি এসব কথা বলেন। উপজেলার উখিয়া কোটবাজারে এবি পার্টি গণসমাবেশটির আয়োজন করে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংগঠনটি।
আসাদুজ্জামান ফুয়াদ বলেন, জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পরিবর্তন ও সংস্কার। গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ব্যক্তি ও বংশপূজার রাজনীতির পতন হয়েছে। নতুন রাজনীতির কেন্দ্রবিন্দু হতে হবে নাগরিকদের সেবা ও অধিকার নিশ্চিত করা।
এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর কাশেম বলেন, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের ভিত্তিতে একটি উন্নত, কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে এবি পার্টি।
গণসমাবেশে বক্তারা বলেন, কক্সবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে হাজার হাজার কোটি টাকার মাদক, ইয়াবা, ফেনসিডিল আসা এখনো বন্ধ হয়নি।
এবি পার্টির সহকারী সদস্যসচিব সাংবাদিক শামসুল হক শারেকের সভাপতিত্বে ও উখিয়া উপজেলা সদস্যসচিব জাহেদুল করিমের পরিচালনায় গণসমাবেশে কক্সবাজার জেলা নেজামে ইসলাম পার্টির প্রচার সম্পাদক মাওলানা আবুল মঞ্জুর, কক্সবাজার জেলা ইমাম মুয়াজ্জিন পরিষদ সভাপতি মাওলানা শফিউল আলম, আইনজীবী সানি আবদুল হক ও আবদুল্লাহ আল মামুন, বাংলাদেশ লবণ চাষি কল্যাণ সমিতির সভাপতি শাহাবুদ্দিন, উখিয়া উপজেলা আহ্বায়ক সৈয়দ হোসাইন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মাওলানা আবদুল হাকিম খান, বখতিয়ার আহমদ ও জাহাঙ্গীর আলম প্রমুখ বক্তব্য দেন।
বিডি প্রতিদিন/নাজিম