অবহেলিত জনপদকে আলোকিত করতে কাজ করার সুযোগ এসেছে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরের ঋষি পাড়ায় এবং গোরস্থান পট্টিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত ঢেউটিন প্রদানের সময় এ কথা বলেন প্রিন্স।
এলাকার ও মানব সম্পদ উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে প্রিন্স বলেন, অবহেলিত জনপদকে আলোকিত করতে কাজ করার সুযোগ এসেছে। আলোকিত হালুয়াঘাট ও ধোবাউড়া গড়তে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহযোগিতায় আন্তরিকভাবে কাজ করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের তত্ত্বাবধানে নেতাকর্মীরা পানিবন্দী মানুষকে উদ্ধার, আশ্রয়কেন্দ্র পরিচালনা, ত্রাণ, পুনর্বাসন, স্বাস্থ্যসেবা সবক্ষেত্রেই নিরলস ভাবে কাজ করছে। বিএনপি জনগণের দল। জনগণের বিপদ-আপদে বিএনপি তাদের পাশে থাকে।
এ সময় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আলমগীর আলম বিপ্লব, বিএনপি নেতা কাজী ফরিদ আহমেদ পলাশ, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ সভাপতি আবদুল আজিজ খান, যুবদল নেতা আব্দুস সালাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুর আরেফীন পাপন, পৌর ছাত্রদলের আহ্বায়ক নূরে আলম জনি, সদস্য সচিব তাজবীর হোসেন অন্তর, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান দুলাল প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে গতকাল বুধবার হালুয়াঘাট উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১২৪ পরিবারকে তারেক রহমান প্রদত্ত ঢেউটিন হস্তান্তর করেন এমরান সালেহ প্রিন্স।
বিডি-প্রতিদিন/বাজিত