বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ডেঙ্গু সতর্কতা ও এডিস মশার বংশবিস্তার রোধে রাজধানীর যাত্রাবাড়ীতে লিফলেট বিতরণ করেছেন মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবী।
শুক্রবার জুমার নামাজ শেষে ৬১ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন তিনি। এসময় স্থানীয়দের ডেঙ্গুর বাহক এডিস মশা প্রতিরোধসহ ডেঙ্গু সম্পর্কে সতর্ক করা হয়।
এর আগে, জুমার নামাজে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন নবীউল্লাহ নবী।
নবীউল্লাহ নবী বলেন, ‘দেশকে স্বনির্ভর জাতি হিসেবে গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সকল ধরনের দুঃশাসন ও বৈষম্যের অবসান ঘটিয়ে আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ। কোনো দুষ্কৃতিকারী যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য প্রত্যেককে সতর্ক থাকতে হবে।’
তিনি আরও বলেন, ‘ক্ষমতা নয়, বিএনপি জনগণের অধিকারের জন্য রাজনীতি করে। বিএনপি চায় বৈষম্যহীন দেশ গড়ে উঠুক। তাই মনে রাখতে হবে ঢাকা-৫ আসনে সন্ত্রাস, চাঁদাবাজদের কোনো ঠাঁই নেই। এছাড়া আওয়ামী লীগ ও তার দোসরদের যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’
এসময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সদস্য জামসেদুল আলম শ্যামল, এহতেশাম উদ্দিনসহ থানা ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/শআ