বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ডেঙ্গু সতর্কতা ও এডিস মশার বংশবিস্তার রোধে রাজধানীর যাত্রাবাড়ীতে লিফলেট বিতরণ করা হয়েছে। মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবীর নেতৃত্ব শনিবার ৪৮ নং ওয়ার্ডে এই সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণকালে স্থানীয়দের ডেঙ্গুর বাহক এডিস মশা প্রতিরোধসহ ডেঙ্গু সম্পর্কে সতর্ক করা হয়। পাশাপাশি এডিস মশা প্রতিরোধে পুরো এলাকায় থাকা খাল ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেওয়া হয়। এসময় বিএনপি নেতা নবীউল্লাহ নবী বলেন, ‘ডেঙ্গুর বিষয়ে আগাম প্রতিরোধের ব্যবস্থা নেওয়া দরকার ছিল, কিন্তু তা হয়নি। তাই দিন দিন ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ আকারে বাড়ছে। এজন্য ডেঙ্গু প্রতিরোধে সবার মাঝে সচেতনতা আরও বাড়াতে হবে।’
এসময় উপস্থিত ছিলেন ৪৮ নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মো. জাহাঙ্গীর হোসেন, যাত্রাবাড়ী থানার সাবেক যুগ্ম সম্পাদক এহতেশাম উদ্দিন নকিবসহ থানা ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/শআ