গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, সবাই মিলে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করাই আমাদের লক্ষ্য, যেখানে হানাহানি-মারামারি বিভেদ-বিদ্বেষ, বিভাজন থাকবে না।
শনিবার বিকেলে পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর বিশ্বাস জনতা মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, যারা জনপ্রতিনিধি কিংবা রাজনৈতিক নেতা হবেন, তারা মানুষের প্রভু না, মানুষের উপর খবরদারি করবেন, সেটা না। জনগণের সেবক হিসেবে তারা কাজ করবেন। এলাকার শান্তি এবং সম্প্রীতি প্রতিষ্ঠায় কাজ করবেন। কাজেই যারা রাজনৈতিক দলের সাথে আছেন। এলাকার মানুষ যেন তাদের কাছ থেকে ক্ষতিগ্রস্ত না হয়। চাঁদাবাজি কিংবা ধান্দাবাজি করার ফলে মানুষকে অনেকে জিম্মি করে ফেলে।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, একজনের জমি তিনজনে দখল করে। এক চর তিনজনের কাছে বেচা (বিক্রি করা) দেয়। সালিশ করে একজনকে ঠকিয়ে টাকা নেয়। একজনের গায়ে জোড় আছে, কোনো সংগঠন করে, সেই পরিচয়ে একজনের বাড়ি দখল করে, খাল দখল করে, পুকুর দখল করে। এই কাজ যেন আমাদের মধ্যে কেউ না করে। সেটা আপনারা সবাই যার যার অবস্থান থেকে দেখবেন।
ফুটবল খেলা শেষে তিনি বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার তুলে দেন।
এর আগে, শনিবার সকাল থেকে চর বিশ্বাস ইউনিয়নের বিভিন্ন হাট-বাজারে গণসংযোগ ও পথসভা করেন নুর। এ সময় কেন্দ্রীয়, জেলা-উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দ তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই