রাজনৈতিক প্রতিহিংসার কারণে প্রায় এক যুগেরও বেশি সময় ধরে দেশের বাইরে আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সাবেক ৫ বারের নির্বাচিত এমপি ও সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। অতি সম্প্রতি ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে দায়েরকৃত মিথ্যা মামলা থেকে মুক্তি খালাস পেয়েছেন তিনি। কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ আগামী ২৮ ডিসেম্বর দেশে ফিরবেন।
এদিকে, সাবেক মন্ত্রী কায়কোবাদের দেশে ফেরার খবর শুনে তুরস্কের ইস্তাম্বুলে তার বাসায় স্বপরিবারে সাক্ষাৎ করতে যান তুরস্কের সংসদ সদস্য ও রিপ্রোসপারিটি পার্টির নেতা ডগান বেকিন।
তিনি রবিবার সন্ধ্যায় স্বপরিবারে কায়কোবাদের বাসায় গিয়ে কুশল বিনিময় করেন। এসময় ডগান বেকিন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। একইসঙ্গে যুক্তরাজ্যে নির্বাসনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিষয়েও খোঁজ-খবর নেন।
ডগান বেকিন বলেন, বাংলাদেশের ছাত্রজনতা সম্মিলিতভাবে যে আন্দোলন করেছে তা ঐতিহাসিক এবং অনুপ্রেরণামূলক। পাশাপাশি শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের ভূয়সী প্রশংসা করেন তুর্কি এমপি।
বিডি প্রতিদিন/আরাফাত