ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম বলেছেন, স্বাধীনতার ৫৩ বছরেও ভারত বাংলাদেশকে স্বীকৃতি দিতে চায়নি। ভারত বাংলাদেশকে তাদের অঙ্গরাজ্য মনে করে।
আজ রবিবার বিকেলে রংপুরে মিঠাপুকুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে কয়েকটি দল বাংলাদেশকে দুর্নীতির আখাড়া বানিয়েছে। ইসলামকে প্রতিষ্ঠা করতে দেয়নি। একমাত্র ইসলামী আন্দোলনই পারে বাংলাদেশকে একটি দ্বীনি ইসলামী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে। শান্তি ফিরে এনে দুর্নীতিমুক্ত দেশ উপহার দিতে।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি মুহাম্মাদ সফিউল আলম ভোলা মন্ডল। বিশেষ অতিথি ছিলেন রংপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা এটিএম গোলাম মোস্তফাসহ রংপুর জেলার অন্যান্যরা।
বিডি প্রতিদিন/এমএস