কেন্দ্রীয় বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেছেন, গত ১৭ বছর ধরে পতিত আওয়ামী স্বৈরাচার সরকার বাংলাদেশের জনগণের ওপর যেভাবে জুলুম অত্যচার নির্যাতন ও নিপীড়ন চালিয়েছে, আপনারা কি গত ১৭ বছরের পতিত আওয়ামী স্বৈরাচারের নির্যাতন ভুলে যাবেন! ভুলে যাবার কোন সুযোগ নেই।
সোমবার দুপুরে উত্তরা ১৩ নম্বর সেক্টরের ৮ নম্বর রোড মাঠে উত্তরা পশ্চিম থানা বিএনপির এক কর্মীসভা ও রাষ্ট্র মেরামতে বিএনপি দেয়া ঘোষিত ৩১ দফা নিয়ে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন।
তিনি বলেন, স্বাধীনতার ৫৩ বছর পরে এসে আমাদের যখন বাংলাদেশের গণতন্ত্রের জন্য, জনগণের ভোটের অধিকারের জন্য, বাংলাদেশের মানুষের প্রত্যশা একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের অনেক ভাইদের জীবন দিতে হয়েছে; আমাদের অনেক ভাইয়েরা এখনও পঙ্গুত্ববরণ করে অসহায় জীবন যাপন করছে।
আমিনুল হক বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব গত ১৭ বছর এই আওয়ামী স্বৈরাচারের পতন আন্দোলন এবং গত জুলাই আগস্টের ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাজপথে বলিষ্ঠ ভূমিকা রেখে সাহসিকতার পরিচয় দিয়েছে, বিএনপি নেতাকর্মীদের সাহসিকতার কারণেই বাংলাদেশ আজ নতুনভাবে স্বাধীন হয়েছে, এই স্বাধীন দেশের মানুষ প্রত্যাশা করে- দেশে আর যেন কোন স্বৈরাচারের জন্ম না হয়।
তিনি বলেন, আমরা আজকে স্বাধীন এই বাংলাদেশে- স্বাধীনভাবে নিজের মতামত প্রকাশ করতে পারছি, স্বাধীনভাবে কথা বলতে পারছি, স্বাধীনভাবে চলাচল করতে পারছি; আমরা চাই এই মুক্ত আকাশে বাংলাদেশের মানুষ আর যেন কোন স্বৈরাচারের মুখোমুখি না হয়।এজন্য এদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।
তিনি আরও বলেন, গত ১৭ ধরে পতিত আওয়ামী স্বৈরাচার সরকার বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, বাংলাদেশে শেয়ারবাজার কেলেঙ্কারির মাধ্যমে সিন্ডিকেট করে শেয়ার বাজারকে ধ্বংস করে দিয়েছে, ব্যাংকগুলো ডাকাতি ও লুটপাট করে ধ্বংস করে ফেলেছে, বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে একটি ধ্বংসস্তুপে পরিণত করেছে।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র মেরামতের ৩১ দফার রূপরেখার মাধ্যমে ধ্বংসস্তুপ রাষ্ট্র যন্ত্রগুলোকে নতুনভাবে গড়ে তুলার লক্ষ্য নিয়ে বিএনপি কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন। কর্মশালায় প্রধান বক্তার বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামান।
ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন সভাপতিত্ব ও যুগ্ম আহবায়ক আফাজ উদ্দিনের সঞ্চালনা করেন।
বিডি প্রতিদিন/আরাফাত