বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আমরা ঘোড়াঘাটবাসী, আর বাংলাদেশের ভূখন্ডে আছি তাই আমরা বাংলাদেশি। এই দেশটা আপনার, আমার ও আমাদের। কাজেই এই দেশের মালিকানা আমাদের সবার। এই দেশের ভালো মন্দ সবকিছু আমাদেরকে আনন্দ দেয়, কষ্ট দেয়, দুঃখ দেয়। কাজেই এই দেশের মানুষগুলো যাতে ভালো থাকে তাই আমাদের মিলেমিশে এক সঙ্গে কাজ করতে হবে।
মঙ্গলবার বিকালে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পরিষদ রুমে বড়দিন উদযাপন উপলক্ষে ঘোড়াঘাটে উপজেলার সকল খ্রীষ্ট ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা, মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
উপজেলা বিএনপির সভাপতি শাহ্ মোঃ শামীম হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়া, সহ-সভাপতি মো. মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ মাহফুজার রহমান লাবলু, ঘোড়াঘাটে পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, উপজেলা আন্ত-মান্ডলিক খ্রীষ্টান ফেলোশিপের সভাপতি সনাতন মার্ডি প্রমুখ। এ সময় উপজেলা ও পৌর বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল