দীর্ঘ ১৭ বছর পর জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা ও পৌর বিএনপির ত্রিবার্ষিক কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ৯ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোটাররা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ভোট দেন। এ নির্বাচনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
নির্বাচনে আগামী তিন বছরের জন্য আক্কেলপুর উপজেলা বিএনপি এবং পৌর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ভোট হয়।
আক্কেলপুর উপজেলা ও পৌর বিএনপি ত্রি-বাষিক কাউন্সিলের প্রধান নির্বাচন কমিশনার এএইচএম ওবায়দুর রহমান সুইট জানান, আক্কেলপুর উপজেলা ও পৌর বিএনপির ৯৯৪ জন ভোটার ছিলেন। দীর্ঘ ১৭ বছর পর আক্কেলপুর উপজেলা ও পৌর বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হওয়ায় দলীয় নেতা-কর্মী-সমর্থকরা দারুণ উজ্জীবিত। গণতান্ত্রিক প্রক্রিয়ায় গোপন ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে নেতা নির্বাচন করা হবে।
বিডি প্রতিদিন/হিমেল