রাজধানীর পল্টন থানায় করা যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ও সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত এ আদেশ দেন।
এদিন দুজনকে রিমান্ড শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মতিঝিল জোনাল টিমের উপ-পরিদর্শক ফেরদৌস জামান। এসময় আসামিপক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন।
অন্যদিকে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত ১৮ ডিসেম্বর তাদের দুজনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এদিকে, রমনা থানার হত্যাচেষ্টা মামলায় জনতা ও অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক বলরাম পোদ্দারকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়েছে।
বুধবার মাঝরাতে কাকরাইলে নিজ বাসভবন থেকে বলরাম পোদ্দারকে গ্রেফতার করা হয়। তিনি আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য এবং ছাত্রলীগের সাবেক সহসভাপতি ছিলেন।
বিডি প্রতিদিন/আরাফাত