জনগণের ভোটে নির্বাচিত সরকারের মাধ্যমেই দেশে পরিপূর্ণ সংস্কার হবে বলে জানিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক।
তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেন, আমরাও সংস্কারের পক্ষে। তবে সংস্কারটা করতে হবে একটি জনগণের ভোটে নির্বাচিত সরকারের অধীনে। কিন্তু সরকারের অনেকেই দায়িত্বশীল জায়গায় থেকে সংস্কারের কথা বলে জনগণের প্রত্যাশা উপেক্ষা করে নির্বাচনকে পিছিয়ে দেয়ার চেষ্টা করছে। এই বিষয়গুলো বাংলাদেশের জনগণ কখনোই ভালো ভাবে নেবে না।
শুক্রবার বাদ জুমা রাজধানীর মিরপুর-১২ নম্বর পল্লবীর ‘ধ’ ব্লকের সুলতান মোল্লা স্কুলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে মেহমানদারি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আমিনুল হক।
পল্লবী থানাধীন ৯১ নং (সাংগঠনিক) ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এ মেহমানদারির আয়োজন করা হয়।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে আমিনুল বলেন, বাংলাদেশের মানুষ গত ১৫ বছর ধরে ভোট দিতে পারেনি। বাংলাদেশের মানুষের ভাষা বুঝে, তাদের চিন্তা ভাবনা বুঝে, এদেশের জনগণ কি চায়! সেটাকে আপনারা অনুধাবন করেন। অনুধাবন করে দ্রুত সময়ের ভিতরে বাংলাদেশের জনগণের চাওয়া-প্রত্যাশা, বাংলাদেশের মানুষের যে ভোটের অধিকার-নাগরিক অধিকার রয়েছে, এই অধিকার এদেশের জনগণ প্রতিষ্ঠিত করতে চায়।
আমিনুল হক বলেন, বাংলাদেশের জনগণ গত ১৭ বছর ধরে তাদের গণতান্ত্রিক অধিকার ও জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্যে লড়াই সংগ্রাম করেছে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এদেশের মানুষকে স্বৈরাচারী সরকারের ভয়াবহ জুলুম, অত্যাচার, নির্যাতন ও নিপীড়ন সহ্য করতে হয়েছে, বহু মানুষকে গুম-খুন ও হত্যার শিকার হতে হয়েছে, অনেক মানুষ এখনও পঙ্গুত্ববরণ করে অসহায় জীবন যাপন করছেন এবং গত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে বহু ভাইদের প্রাণের বিনিময় ও রক্ত ঝরিয়ে এদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। বাংলাদেশ স্বাধীন হয়েছে। সেই স্বাধীন বাংলাদেশে আমরা এদেশের জনগণের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ।
এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক মাহাবুব আলম মন্টু, মহানগর সদস্য সাজ্জাদ হোসেন, ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি রবীন খান, জাসাস ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক এড. লিটন, পল্লবী থানা বিএনপির আহ্বায়ক কামাল হুসাইন খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী গাজী, যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান, মুকছেদুর রহমান আবির, পল্লবী থানা যুবদলের আহ্বায়ক নূর সালাম, সদস্য সচিব গোলাম কিবরিয়া, ওলামা দল কেন্দ্রীয় কমিটি সদস্য মুফতি গাজী রিয়াজুল ইসলাম, পল্লবী থানা বিএনপি নেতা নূরুল মুক্তাদির দিদার, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আহসান উল্লাহ বাবুল, যুবদল নেতা রাজিব হোসেন পিন্টুসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত