বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন।
আজ শুক্রবার বিকালে হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের কান্তারহাট বাজারে তিনি এই লিফলেট বিতরণ করেন।
এ সময় অন্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ, হাটহাজারী পৌরসভা বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য জাকের হোসেন, হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব মো. গিয়াসউদ্দিন চেয়ারম্যান, হাটহাজারী পৌরসভা বিএনপির সদস্য সচিব মো. অহিদুল আলম, হাটহাজারী পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমএ শুক্কুর কাউন্সিলর, হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য মো. ইসমাইল, হাজী ইলিয়াস চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আকবর আলী, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মনিরুল আলম জনি, চট্টগ্রাম উত্তর জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক লায়ন আনোয়ার হোসাইন উজ্জ্বল, হাটহাজারী পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মন্নান দৌলত, অ্যাডভোকেট রিয়াদ, মো. শাহেদুল আজম শাহেদ, মো. হাবিবুর রহমান, হাটহাজারী উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল কবির তালুকদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিএম সাইফুল ইসলাম, হাটহাজারী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তকিবুল হাসান চৌধুরী তকি, হাটহাজারী পৌরসভা স্বেচ্ছাসেবক মো. আরেফিন সাইফুল, হাটহাজারী উপজেলার শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. আজিম, হাটহাজারী উপজেলা মহিলা দলের সভানেত্রী নাছরিন আক্তার প্রমুখ।
বিডি প্রতিদিন/জুনাইদ