নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারের কাছে সুনির্দিষ্ট রোডম্যাপ প্রত্যাশা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
শুক্রবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন।
নজরুল ইসলাম খান বলেন, আমরা চাই প্রয়োজনীয় সংস্কার করে সরকার নির্বাচনের জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ দেবে।
বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব রেদোয়ান আহমেদ, এলডিপির প্রেসিডিয়াম সদস্য নেয়ামুল বশির, আওরঙ্গজেব বেলাল, সাকলায়েন, ভাইস চেয়ারম্যান মাহে আলম, উপদেষ্টা পরিষদের সদস্য মাহবুবুর রহমান এবং যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজী উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/কেএ