বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, ১৬ বছর ক্ষমতায় থাকার পরও শেখ হাসিনা ৫ আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে পালিয়ে গেছেন। দলের প্রধান ও সরকার প্রধান শেখ হাসিনা পালিয়ে যেতেই পারেন, কিন্তু কখনও কি দেখেছেন? সরকার প্রধান যখন পালিয়ে যায়, তখন তার মন্ত্রীসভার সব সদস্যরাও পালিয়ে যায় এবং এমপিরাও পালিয়ে যায়। তার দলের পৌর মেয়র, চেয়ারম্যান ও নেতারাও পালিয়ে যায়? শুধু তা-ই নয়, পালিয়ে যায় মসজিদের ইমামরাও।
আজ শনিবার বিকেলে ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা বিএনপির অন্যতম নেতা মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না মিয়ার সভাপতিত্বে সভায় উপস্থিতি ছিলেন মহিলা দলের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য লায়লা ইয়াসমিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এটিএম মোজাম্মেল হোসেন তপন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি মো. মহসীন উদ্দিন, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী, সাবেক সাধারণ সম্পাদক তৌফিক আলী খান কবির, যুগ্ম সাধারণ সম্পাদক সম্পাদক অ্যাড. মো. আল-আমীন সুজন প্রমূখ।
পরে শিল্পকলা একাডেমি চত্বর থেকে আলতাফ হোসেন চৌধুরীর নেতৃত্বে এক বিশাল গণমিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেরে বাংলা রোডস্ত সুরাইয়া ভিলা চত্বরে শেষ হয়। এ সময় হাজারো নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল