বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ‘জুলাই বিপ্লবে শহীদদের স্বপ্ন বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারাবদ্ধ। বিএনপি জনগণের রায়ে সরকার পরিচালনার সুযোগ পেলে প্রতি বছর ৫ আগস্ট যথাযোগ্য মর্যাদায় পালন এবং ফ্যাসিবাদ পতনের আন্দোলনে শহীদ ও আহতদের যথাযথ সম্মান ও পুনর্বাসন করা হবে।’
আজ শনিবার বিকালে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ মনির হোসেন নাজিম উদ্দীনের পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে টিন হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
উল্লেখ্য, নাজিম উদ্দীন মাওনা চৌরাস্তায় ৫ আগস্ট পুলিশের গুলিতে নিহত হন। পরে অজ্ঞাত পরিচয়ধারীরা তার স্ত্রীর সামনেই টঙ্গী হাসপাতাল থেকে তার লাশ নিয়ে যায়। পরবর্তীতে নাজিমুদ্দিনের পরিবার লাশ পায়নি। এর আগেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এমরান সালেহ প্রিন্স নাজিমুদ্দিনের পরিবারসহ হালুয়াঘাটের তিন শহীদ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন।
এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হাসিনা পতনের আন্দোলনে নিহতদের পরিবার ও আহতদের সুচিকিৎসায় খোঁজখবর নিচ্ছেন এবং সহযোগিতার হাত সম্প্রসারিত করেছেন।
তিনি বলেন, বিএনপির ১৫ বছরের আন্দোলনের প্রেক্ষাপটে কোটাবিরোধী ছাত্র আন্দোলন এবং পরবর্তীতে হাসিনা পতনের আন্দোলন হয়েছে। বিএনপি এই আন্দোলন ১৫ বছর আগেই সূচনা করেছে, বিএনপির নেতাকর্মীরা অকাতরে জীবন দিয়েছে, হামলা-মামলার শিকার হয়েছে। বিএনপি এই আন্দোলনের আকাঙ্ক্ষা, চেতনাকে ধারণ করে। বিএনপি সরকার পরিচালনার সু্যোগ পেলে তারেক রহমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আকাঙ্ক্ষা বাস্তবায়নে রাষ্ট্র কাঠামো মেরামত করে সাম্য, মানবিক, ন্যায়ভিত্তিক বৈষম্যহীন রাষ্ট্র গঠন করবেন।
সদর ইউনিয়ন বিএনপি নেতা নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে শহীদ মনির হোসেন নাজিমউদ্দিনের বাবা নিজাম উদ্দিন, শহীদ বিজয় ফরাজির ভগ্নিপতি শ্রমিকদল নেতা মাসুদ রানা, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, আবু হাসনাত বদরুল কবির, বিএনপি নেতা কাজী ফরিদ আহমেদ পলাশ, হাবিবুর রহমান হাবিব, ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হোসনে আরা নীলু, জেলা ছাত্র দলের সিনিয়র সহ-সভাপতি আাসাদুজ্জামান আসিফ, বিভাগীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আবদুল গণি, জেলা জাসাসের সহ-সভাপতি কায়সার রাব্বি আরাফাত, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মশিউজ্জামান, পৌর ছাত্রদলের আহ্বায়ক নূরে আলম জনি, সদস্য সচিব তাজবীর হোসেন অন্তর, ইউনিয়ন বিএনপি নেতা গোলাম মোস্তফা, হাজী মোহর উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/জুনাইদ