ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবী বলেছেন, ‘বিএনপির প্রতি গণমানুষের অকুণ্ঠ সমর্থন দেখে ফ্যাসিবাদীরা নতুন ষড়যন্ত্র শুরু করেছে। এ বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। আজকে জাতীয় ঐক্যের জন্য আমরা একত্রিত হয়েছি। দীর্ঘ ১৫ বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে বিএনপি, এখন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
শনিবার সন্ধ্যায় যাত্রাবাড়ীতে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ নবীউল্লাহ নবীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এলে তিনি এসব কথা বলেন।
নবীউল্লাহ নবী আরও বলেন, ‘প্রচলিত ছাত্ররাজনীতির শৃঙ্খল ধ্বংস করে দিয়েছিল ছাত্রলীগ। ফ্যাসিস্ট হাসিনা সরকারের আজ্ঞাবহ হিসেবে কাজ করেছে তারা। ছাত্রদল এই রাজনীতির ধারা পরিবর্তন করবে। শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে ও সাধারণ শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় নিরলসভাবে কাজ করে যাবে ছাত্রদল।’
তিনি বলেন, ‘গত ১৭ বছর ধরে বাংলাদেশের রাষ্ট্রীয় যন্ত্রগুলোর সব জায়গাতেই আওয়ামী স্বৈরাচারের দোসরদের নিয়ন্ত্রণ ছিল। সেই নিয়ন্ত্রণ থেকে দেশ এখন পর্যন্ত পরিপূর্ণভাবে মুক্ত হতে পারেনি। তারা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বসে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তাদের সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে।’
এসময় মহানগর দক্ষিণ ছাত্রদলের সভাপতি শামীম মাহমুদ ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়াসহ কমিটির অন্যান্য নেতা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/শআ