বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সাড়ে পনেরো বছর খেলাধুলাকে রাজনীতিকরণ করা হয়েছিল। শুধু আওয়ামী লীগ করলেই খেলোয়ার হবে, আওয়ামী লীগ করলেই ফুটবল ও ক্রিকেটার হবেন, এটা আর হবে না। এখন সকলেই অধিকার ফিরে পেয়েছেন। সকলেই এখন খেলায় অংশগ্রহণ করতে পারবে।
রবিবার বিকেলে নলডাঙ্গায় দুলু কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, বাঁশিলা নবারুন সংঘের সভাপতি জিয়াউর রহমান খান ও উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
বিডি প্রতিদিন/হিমেল