বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপি জনগণের রায়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে গ্রামীণ জনগোষ্ঠীর কল্যাণে এক গুচ্ছ পরিকল্পনা বাস্তবায়ন করবে।
সোমবার দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাটে সুবিধা বঞ্চিত অসহায় মানুষের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রিন্স।
এ সময় উপজেলার সুবিধা বঞ্চিত নয় শতাধিক অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উদ্বেগ প্রকাশ করে এমরান সালেহ প্রিন্স বলেন, জনগণের নির্বাচিত সরকার না থাকায় গরীব, অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষ দুর্বিসহ জীবন যাপন করছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতি, জনগণের আয় সঙ্কুচিত হওয়ার প্রেক্ষাপটে এবারের শীতে নিম্ন আয়ের মানুষ মানবেতর জীবনযাপন করছে।
তিনি সরকারের প্রতি জনসমস্যা নিরসনে অতি প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেয়ারও আহ্বান জানান।
এমরান সালেহ প্রিন্স বলেন, জাতীয় ঐক্যে বিভাজন সৃষ্টি করে জনমনে হতাশা সৃষ্টি করা হচ্ছে সুকৌশলে। এতে পতিত ফ্যাসিস্ট এবং আধিপত্যবাদী শক্তি লাভবান হবে, জুলাই বিপ্লবের আকাঙ্খা ভুলণ্ঠিত হবে।
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য হানিফ মোহাম্মদ শাকের উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আসলাম মিয়া বাবুলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত