ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবী বলেছেন, এখনো ষড়যন্ত্র থেমে নেই। ষড়যন্ত্র কিন্তু চলছে। সচিবালয় যখন পুড়ে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় যখন অযাচিত ঘটনাগুলো ঘটেই চলেছে। আওয়ামী লীগের দোসররা আশপাশেই আছে। তারা সুযোগ খুঁজছে। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি তাহলে কেউই ষড়যন্ত্র করতে পারবে না। করতে পারবে না চাঁদাবাজি ও নৈরাজ্য।
সোমবার রাজধানীর ডেমরার বামৈল ইউনিট বিএনপির ৬৬নং ওয়ার্ড আয়োজিত চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিরোধ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, গত ১৭ বছর ধরে দেশের রাষ্ট্রীয় যন্ত্রগুলোর সব জায়গাতেই আওয়ামী স্বৈরাচারের দোসরদের নিয়ন্ত্রণ ছিল। সেই নিয়ন্ত্রণ থেকে দেশ এখন পর্যন্ত পরিপূর্ণভাবে মুক্ত হতে পারেনি। তারা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বসে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডেমরা থানা বিএনপির প্রস্তাবিত কমিটির সভাপতি এসএম রেজা চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান এবং বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/আরাফাত