দীর্ঘ ১৮ বছর পর কুষ্টিয়াতে জামায়াতে ইসলামী বাংলাদেশের বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এই কর্মী সমাবেশে যোগ দিতে কুষ্টিয়ায় আসছেন আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান।
আগামী ৪ জানুয়ারি সকালে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি। এছাড়াও এর আগে ৩ জানুয়ারি কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমীতে সুধী সমাবেশেও বক্তব্য রাখবেন ডাঃ শফিক।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়া প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবুল হাশেম। এ সময় আবুল হাশেম বলেন, আগামী ৪ তারিখের কর্মী সমাবেশে কুষ্টিয়া এবং এর আশেপাশের জেলা থেকে প্রায় ৪ লক্ষ মানুষের সমাগম ঘটবে। সমাবেশ সফল করতে প্রায় এক হাজার স্বেচ্ছাসেবী শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত থাকবেন।
কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ারদারের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল গফুর, কেন্দ্রীয় সূরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, জেলা সরকারী সেক্রেটারী রফিক উদ্দিন, খাইরুল ইসলাম রবিন,শহর আমীর এনামুল হক প্রমুখ।
বিডি প্রতিদিন/আশিক