অ্যান্টার্কটিকা মহাদেশ তার আগের অবস্থান থেকে সরে ৪০০ কিলোমিটার নিচে চলে এসেছে! সম্প্রতি এক গবেষণায় একদল বিজ্ঞানী এ তথ্য প্রকাশ করেন।
যুক্তরাজ্যের নিউক্যাসল ইউনিভার্সিটির গবেষক দল জানায়, মহাদেশটি নিচের দিকে আসার প্রধান কারণ হল, বরফ গলে যাওয়া। আর এটি হয়েছে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের কারণে।
বিজ্ঞানীরা জানিয়েছেন অতিরিক্ত কার্বন নিঃসরণের কারণে বিশ্বের তাপমাত্রা বেড়ে যাওয়ায় ওই বরফগুলো গলে যাচ্ছে।
তবে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) এর জরিপে দেখা গেছে, অ্যান্টার্কটিকা মহাদেশের ওই অঞ্চলে ভূমির উচ্চতা প্রতি বছর ১৫ মিলিমিটার করে বাড়ছে!