যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের চিটা ফল শহরে পানির উৎস হিসেবে ব্যবহৃত হবে টয়লেটে ব্যবহৃত পানি! কি অবাক হচ্ছেন? অবাক হওয়রই কথা।
মাত্র ১ লাখ মানুষ বাস করে এই চিটা ফল শহরে। কিন্তু নগর কর্তৃপক্ষ খরার কারণে স্বল্প মানুষের এই শহরটিতেই অধিবাসীদের পর্যাপ্ত পরিমাণ পানি সরবরাহ করতে পারছে। আর তাই বাধ্য হয়েই টয়লেটে ব্যবহৃত পানি পুনরায় পানি সরবরাহ লাইনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নগর কর্তৃপক্ষ।
তবে ভয় পাওয়ার কিছু নাই। সরাসরি টয়লেটের পানি পাঠানো হবে না। তার আগে ব্যবহৃত পানিকে দুই ধাপে বিশুদ্ধ করে নেয়া হবে। সেজন্য ১ দশমিক ৩ কোটি ডলারের একটি প্রকল্পও হাতে নিয়েছে নগর কর্তৃপক্ষ।
প্রকল্পটির ব্যবস্থাপক দ্যানিয়েল নিক্স জানান, 'পরীক্ষামূলক কার্যক্রম শেষে আগামী জুলাইয়ে উদ্বোধন হলে ময়লা পানি থেকে প্রত্যেক দিন প্রায় ৫০ লাখ গ্যালন পানি পাওয়া যাবে। টয়লেটে ব্যবহৃত পানির পাশাপাশি ঘর গৃহস্থালিতে ব্যবহৃত পানিও ব্যবহার করা হবে এই প্লান্টে।'
নিক্স বলেন, 'আমি বেশ কিছু মানুষকে বলতে শুনেছি তারা এই পানি পান করবে না বলছেন। তবে আশার বিষয় হচ্ছে অধিকাংশ মানুষই এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাছাড়া এটা মোটেই অস্বাস্থ্যকর নয়, পানিকে বিচার করা উচিত সেটা বিশুদ্ধ কি না সেই প্রেক্ষিতে। কোত্থেকে পানিটা এসেছে সেটা গুরুত্বপূর্ণ নয়।'