সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে পোস্ট করা ছবি দেখে অপহৃত নবজাতককে খুঁজে বের করেছেন কানাডার কিউবেক প্রদেশের চার তরুণ।
কিউবেকের ট্রয়জ-সিভিয়ার্স শহরের একটি হাসপাতালে জন্ম নেওয়ার মাত্র একদিন পর অপহরণ করা হয় ওই মেয়ে শিশুটিকে।
নার্সের পোশাক পড়া এক নারী ওজন নেওয়ার কথা বলে শিশুটিকে নিয়ে যায়। এরপর সোমবার রাতে পুলিশ সন্দেহভাজন ওই নারীর ছবি ও তার গাড়ির বর্ণনা দিয়ে সতর্কতা জারি করে। ফেসবুকে ওই নারীর ছবি দেখে তাকে শনাক্ত করেন চার বন্ধু মেলিজান্নে বার্গারন, শার্লি বার্গারন, মার্ক-আন্ড্রে কোট ও চার্লিন প্লানেট।
ফেসবুকে শিশুটিকে অপহরণ করা নারীর ছবি ও তার গাড়ির বর্ণনা দেখে শিশুটিকে উদ্ধারের সিদ্ধান্ত নেন তারা।
সাবেক প্রতিবেশি হওয়ায় ওই নারীকে সহজেই চিনতে পেরেছেন বলে সিটিভি জানিয়েছেন চার্লিন প্লানেট। সন্দেহভাজন ওই নারীর বাড়িতে গিয়ে পুলিশের বর্ণনা দেওয়া গাড়িটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন তারা।
সর্তকরা জারির ঘণ্টা তিনেক পরেই ওই চার বন্ধুর সহায়তায় শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। পরে শিশুটিকে তার বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়। অপহরণের অভিযোগে ২০ বছর বয়সী ওই নারীকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান পুলিশ।
নবজাতককে উদ্ধারের সময়কে জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত বলে জানিয়েছেন শার্লি বার্গারন।
শিশুটিকে ফেরত পেয়ে তার মা মেলিসা ম্যাকমোহন ও বাবা সিমোন বোইসক্লেয়ার মঙ্গলবার পুলিশ কর্মকর্তা, সামাজিক যোগাযোগ মাধ্যম ও শিশুটির খোঁজ পেতে ছবি শেয়ার করে সহায়তাকারী সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।
শিশুটির মা বিশেষ ধন্যবাদ জানিয়েছেন ওই চার বন্ধুকে। তিনি বলেন, 'সেই অসাধারণ চার ব্যক্তিকে ধন্যবাদ, যাদের সহায়তায় আমরা আমাদের সন্তানকে ফিরে পেয়েছি। বিশেষভাবে ধন্যবাদ ফেসবুককে।'