বিশ্ববাজারে তেলের অব্যাহত দরপতনে ব্যাপক প্রভাব পড়েছে অন্যতম শীর্ষ জ্বালানি তেল উৎদনকারী দেশ ভেনেজুয়েলার অর্থনীতিতে। এতে দেশটিতে নিত্যপণ্যের দাম বেড়েছে ঘোড়ার দৌড়ের গতিতে। অস্বাভাবিক দাম বেড়েছে কনডমে। ফলে বেশ অনিরাপদ হয়ে পড়েছে সেখানকার যৌনজীবন।
সিএনএন, ডেইলি মেইলসহ একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে জানানো হয়েছে, ভেনেজুয়েলায় এখন ৩৬ পিস কনডমের একটি বক্স কিনতে হচ্ছে ৫০০ পাউন্ড বা ৭৬১ মার্কিন ডলারে। অর্থাৎ একটির দাম পড়ছে ২০.১৩ মার্কিন ডলার; বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১ হাজার ৬৪৩ টাকা।
প্রতিবেদনে বলা হয়েছে, অর্থনৈতিক ধস ও তেলের অব্যাহত দরপতনের ফলে বর্তমানে দেশটির সুপার মার্কেটে জন্মনিয়ন্ত্রণের এ পণ্যের সরবরাহ কমে গেছে। কনডম পাওয়া গেলেও তা সংগ্রহে বেগ পেতে হচ্ছে সেখানকার বাসিন্দাদের। কনডমের একটি বক্স পেতে ব্যয় করতে হচ্ছে একজনের মাসিক আয়ের ৮৫ শতাংশ। এর প্রতিবাদে রাস্তায় নেমেও বিক্ষোভ করছে সাধারণ মানুষ।
পরিস্থিতি পর্যবেক্ষণে রাজধানী কারাকাসের ৮টি ফার্মেসির দোকান ভিজিট করেছে সিএনএন। তারা জানিয়েছে, এই দোকানগুলোর অর্ধেকেই কনডম নেই। বাকিগুলোতে কনডম আছে তবে অল্প। একটি ফার্মেসির ম্যানেজার ইউরায়মা বাচের জানিয়েছেন, জানুয়ারির প্রথম দিকে কনডমের সরবরাহ কমে গেছে। চলতি মাসে তা আরো কমেছে।
এদিকে, দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরো গত জুনেই পণ্যের দাম ৬০ শতাংশ কমিয়ে আনার ঘোষণা দিয়ে সমালোচনার মুখে পড়েছেন। ওই মাসে একটি কনডম ফ্যাক্টরি নির্মাণ করেছিল সরকার। জনগণ অভিযোগ করছে, সরকারি ওই কারখানায় উৎপাদিত কনডমের মান খুব একটা ভালো না। চাহিদার তুলনায় এর উৎপাদনও কম।
উল্লেখ্য, গত বছরের শেষ দিকে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদনে দেখা যায় যে তেলের ব্যাপক দরপতনের কারণে ভেনেজুয়েলার অর্থনীতি মন্দায় পড়েছে। দেশটির সর্বশেষ প্রান্তিকে অর্থনীতি ২.৩ শতাংশ সংকুচিত হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, দেশটির মূল্যস্ফীতি গত ১২ মাসে ৬৩.৬ শতাংশ বেড়েছে যা সারাবিশ্বে সর্বোচ্চ।
বিডি-প্রতিদিন/ ৮ ফেব্রুয়ারি ২০১৫/শরীফ