Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি, ২০১৭ ২০:২২
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০১৭ ২০:৩১

আসছে নতুন মহাদেশ 'জিলান্ডিয়া'!

অনলাইন ডেস্ক

আসছে নতুন মহাদেশ 'জিলান্ডিয়া'!
সংগৃহীত ছবি

ঠাঁই নাই, ঠাঁই নাই, ছোট এ তরী। পৃথিবীকে নিয়ে একথা বলার দিন বুঝি শেষ হয়ে এল। সমুদ্রস্তনিত পৃথিবীর গর্ভ থেকে উঠে আসছে আরও এক নতুন মহাদেশ, 'জিলান্ডিয়া'। নতুন শিকড়ের সন্ধানে জিলান্ডিয়াকে নিয়ে ইতিমধ্যেই  স্বপ্ন দেখতে  শুরু করেছে মানুষ।

বিশ্ব ভূগোলের বহু কোটি বছরের পুরনো অবস্থান বদলাতে চলেছে। সাত মহাদেশের বিশ্বে নতুন মহাদেশের উত্‍পত্তি হচ্ছে।
নাম জিলান্ডিয়া। সমুদ্র গর্ভে নিমজ্জিত বিশাল ভূখণ্ড ধীরে ধীরে উপরে উঠে আসছে। বিজ্ঞানীরা বলছেন বহু কোটি বছর আগে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে মধ্যবর্তী বিশাল অংশ সমুদ্রের গভীরে ডুবে যায়। সেই অংশই আবার উঠে আসছে। 

বিজ্ঞানীদের অনুমান নতুন মহাদেশের আকৃতিও প্রায় তিন লক্ষ্য বর্গ কিলোমিটার হবে। 

সূত্র: জি নিউজ ২৪ 


বিডি প্রতিদিন/১৭ ফেব্রুয়ারি ২০১৭/হিমেল


আপনার মন্তব্য