পৃথিবীতে বড়ই বৈচিত্রময়। প্রতিনিয়ত এখানে কত রকমের ঘটনাই না ঘটে! এসব ঘটনার কিছু চলে আসে খবরের শিরোনামেও। বিশ্বের ব্যতিক্রমী ও মজার উৎসবের মধ্যে হংকং-এর 'বান ফেস্টিভ্যাল' বেশ জনপ্রিয়।
জানা যায়, গৌতম বুদ্ধের জন্মদিনকে ঘিরে প্রতিবছর সপ্তাহব্যাপী এ উৎসব উদযাপন করা হয়। এতে কয়েকশ' রুটি দিয়ে ঢাকা একটি টাওয়ার থেকে রুটি পেড়ে আনার প্রতিযোগিতার পাশাপাশি আয়োজন করা হয় ড্রাগন নাচ, ও শোভাযাত্রাসহ বিভিন্ন প্রদর্শনীর। উৎসবের আরো একটি গুরুত্বপূর্ণ অংশ হলো 'পিউ সিক' নামের শোভাযাত্রা। এতে শিশুরা ঐতিহ্যবাহী পোশাক পড়ে অংশ নেয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার