Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর, ২০১৯ ১৩:৪৭

ঝুঁকি নিয়ে ছবি তুলে আলোচনায় দম্পতি

অনলাইন ডেস্ক

ঝুঁকি নিয়ে ছবি তুলে আলোচনায় দম্পতি

জীবনের ঝুকি নিয়ে পাহাড়ের চূড়ায় এক দম্পতির ঝুলন্ত ছবিটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, এক নারী তা এক পা পাহাড়ের চূড়ায় ঠেকিয়ে অন্য পা শূন্যে ভাসিয়ে রেখেছেন। একজন পুরুষ শুধু নারীর একটি হাত ধরে আছেন। নারীটি পুরো ঝুলন্ত অবস্থায়। 

মার্কিন এই দম্পতির নাম কেলি কাস্টলি, আর কোডি ওয়র্কম্যান। তবে অনেকেই এভাবে ছবি তোলার নিন্দা জানাচ্ছেন। পাহাড়ে তোলা ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়ার পর কেউ কেউ বলেছেন, ‘প্রাণের ঝুঁকি নিয়ে এভাবে ছবি তোলা বোকামি ছাড়া আর কিছুই নয়।’

যদিও কেলি আর কেডির বক্তব্য, ‘এটি তাদের পক্ষে ততটাও বিপজ্জনক বলে মনে হয়নি। বরং বেশ সহজেই তারা ছবিটি তুলেন। আসলে তারা বিপদ নিয়ে খেলতে ভালোবাসেন।’

বিডি প্রতিদিন/হিমেল


আপনার মন্তব্য