নাসা এক অসাধারণ ছবি প্রকাশ করল। যেখানে সয়ুজ ক্যাপসুল ও ক্যানাডার্ম২ একই ফ্রেমে ধরা পড়েছে। মহাকাশ থেকে ভূমধ্যসাগরের উপর ছবিটি তোলা হয়েছে। মহাকাশ থেকে তোলা ছবিটিতে দুই কৃত্রিম উপগ্রহের পিছনে দেখা যাচ্ছে দক্ষিণ পূর্ব ভূমধ্যসাগরের ছবি।
মহাকাশচারী অন্ড্রু মরগ্যান এই ওয়াইড অ্যাঙ্গেল ছবিটি তুলেছে। ২০১৯ সালের আগস্ট মাসে আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে তোলা ছবিটি প্রকাশ করেছে নাসা। ছবিতে দুটি মহাদেশের চিত্রও ধরা পড়েছে। একটি আফ্রিকা অন্যটি এশিয়া।
ছবিতে যেমন আফ্রিকার নাইল ডেল্টা ও সিনাই উপদ্বীপ দেখা যাচ্ছে তেমনই দেখা যাচ্ছে এশিয়ার লেভান্ট। উত্তরে বাহিত নীল নদ ভূমধ্যসাগরে মেশার আগে একটি ব দ্বীপ তৈরি করেছে। সেটিই ধরা পড়েছে ছবিতে।
উল্লেখ্য, মহাকাশচারীর এই ছবি নিকন ডি৫ ডিজিটাল ক্যামেরার ১৬ মিলিমিটার লেন্স ব্যবহার করে তোলা হয়েছে। ১৬ মিলিমিটারের ফিস আই লেন্স সচারচর ব্যবহার করা হয় না। কিন্তু এই ছবিটি তোলার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক