জাতীয় পার্টি (জাপা) গাছেরটাও খেতে চায়, নিচেরটাও কুড়াতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। একই সঙ্গে ঐকমত্যের সরকারের নামে মন্ত্রিসভা যেন কাঁঠালের আমসত্ত্ব না হয়, সেদিকে নজর দিতে নীতিনির্ধারকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার দুপুরে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, “গণতান্ত্রিক ব্যবস্থায় সবার অংশগ্রহণ থাকতে হয়। অন্যথায় তা একনায়কতন্ত্রে রূপ নেয়। তবে ঐকমত্যের সরকারের নামে কাঁঠালের আমসত্ত্ব যেন বানানো না হয়।”