বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য জরুরি ভিত্তিতে রাজনৈতিক সংলাপের ওপর গুরুত্বারোপ করে প্রস্তাব পাস করা হয়েছে মার্কিন সিনেটে। গত মঙ্গলবার প্রস্তাবটি সর্বসম্মতিতে পাস হয়। ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের (আইএএনএস) খবরে এ কথা বলা হয়েছে।
পাস হওয়া প্রস্তাবে বাংলাদেশে রাজনৈতিক সহিংসতার ঘটনার নিন্দা জানিয়েছে মার্কিন সিনেট। একই সঙ্গে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য ‘সরাসরি ও অর্থবহ’ সংলাপে বসার জন্য রাজনৈতিক দলগুলোর নেতাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
গ্রামীণ ব্যাংকের স্বাধীনতা ফিরিয়ে দেয়া, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা, মানবাধিকারকর্মীদের ওপর নিপীড়ন বন্ধ করার আহ্বান জানানো হয়েছে বাংলাদেশের সরকারের প্রতি। এ ছাড়া রাজনৈতিক সহিংসতা বন্ধ এবং শান্তিপূর্ণভাবে রাজনৈতিক বিক্ষোভের সুযোগ দেয়ার জন্য আশু পদক্ষেপ নিতে রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।