কুমিল্লার নাঙ্গলকোট রেল স্টেশন সংলগ্ন স্থানে চট্টগ্রাম থেকে ঢাকাগামী ৮০৩আপ একটি কন্টেনারবাহী ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়ে যাওয়ায় ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ রয়েছে। গতকাল শুক্রবার রাত দেড়টায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় চাঁদপুর থেকে চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেস চিতোষীতে, ঢাকা থেকে চট্টগ্রামগামী চট্টলাএক্সপ্রেস লাকসামে এবং চট্টগ্রাম থেকে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ফেনীতে আটকা পড়েছে।
আজ শনিবার সকাল ৮টায় লাকসাম থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।
ফেনী রেলওয়ের সহকারী প্রকেৌশলী আবদুল হালিম জানান, উদ্ধার কাজ শেষ করে ট্রেন চলাচল স্বাভাবিক হতে আরো কয়েক ঘণ্টা সময় লাগতে পারে।