লাগাতার হরতাল-অবরোধের সংক্ষিপ্ত বিরতির দ্বিতীয় দিনেও দেশের প্রধান মহাসড়কগুলোতে যানজট অব্যাহত আছে। টানা অবরোধের পর যানবাহন চলাচল শুরু হওয়ায় অতিরিক্ত গাড়ির চাপ ও ঘন কুয়াশার কারণে এই যানজট সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
গাজীপুরের চন্দ্রা থেকে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের প্রায় ৭০ কিলোমিটার এলাকাজুড়ে গতকাল শুক্রবার রাত থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে অনেক স্থানে গাড়িগুলো ধীর গতিতে চলায় যাত্রীরা তীব্র ভোগান্তির শিকার হচ্ছেন।
গতকালও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা, দাউদকান্দি, কাঁচপুর, সিরাজগঞ্জের হাটিকুমরুল মহাসড়ক, মাওয়া-কাউড়াকান্দি ফেরিঘাট এলাকা ও বঙ্গবন্ধু সেতুর দুই পাশে তীব্র যানজটের খবর পাওয়া যায়।