চাঁদপুর জেলা শহরের নতুন বাজারে মক্কা ফার্মেসি নামের একটি ওষুধের দোকান থেকে ১৪টি হাত বোমা উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে ৮ পেট্রোল বোমা ও ৬টি ককটেল। এ সময় ২ জনকে আটক করা হয়।
গতরাতে একটি র্যাপিং করা গিফট বক্স থেকে বোমাগুলো উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, হুমায়ন কবীর (৫০) ও তার ছেলে সালামত ভূঁইয়া। তাদের বাড়ি চাঁদপুর সদর উপজেলার মদনা গ্রামে।
আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানা গেছে।