প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভার সদস্যরা ধানমণ্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।
আজ সোমবার সকালে তারা এ শ্রদ্ধা নিবেদন করেন।
এর আগে গতকাল রবিবার বিকেলে বঙ্গভবনের দরবার হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দশম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী ৪৮ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি আবদুল হামিদ।