যারা আইন মানে না, সংবিধান মানে না তাদের কঠোর হস্তে দমন করা হবে বলে জানিয়েছেন নতুন সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ সোমবার সকালে রাজারবাগ পুলিশ লাইনে একাত্তরের শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এ কথা বলেন প্রথমবারের মতো প্রতিমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত এই এ সংসদ সদস্য।
পুলিশের প্রতি কোনো নির্দেশনা রয়েছে কি না জানতে চাইলে আসাদুজ্জামান বলেন, সবেমাত্র আজকে এসেছি। আগে দেখবো, বুঝবো এবং প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবো।
তবে আইনশৃঙ্খলা বাহিনী ঠিকমতো কাজ করছে বলে মন্তব্য করেন তিনি।
নৈরাজ্য ও জঙ্গিবাদ দমনে প্রত্যয় ব্যক্ত করে এক্ষেত্রে জনগণের সম্পৃক্ততা প্রত্যাশা করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জনগণের সম্পৃক্ততার প্রয়োজন অবশ্যই রয়েছে। তাদের সহযোগিতা ছাড়া নৈরাজ্য, জঙ্গিবাদ দমন সম্ভব না।
এ সময় পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, ঢাকার পুলিশ কমিশনার বেনজীর আহমেদ, র্যাবের মহাপরিচালক মোখলেসুর রহমান ও পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান জাবেদ পাটোয়ারি উপস্থিত ছিলেন।