আবারও প্রধানমন্ত্রী হওয়ায় শেখ হাসিনাকে ফোনে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জ্যেষ্ঠ নেতা লালকৃষ্ণ আদভানি।
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী এ তথ্য জানান। তিনি বলেন, আজ সোমবার দুপুরে প্রধানমন্ত্রীকে আদভানি ফোন করেন। এ সময় আদভানি নতুন সরকার গঠনের ও এই সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানান।
এর আগে গতকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং।