অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বয়স হলেও গত পাঁচ বছর আনন্দের সঙ্গে দায়িত্ব পালন করেছি, যদিও রাবিশ এবং বোগাস বলা নিয়ে বুদ্ধিজীবী সম্প্রদায় থেকে অনেক সমালোচনা এসেছে। আজ সোমবার সকালে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন। মঞ্চে দাঁড়িয়ে হাসতে হাসতে মুহিত বলেন, রাবিশকে রাবিশই বলতে হবে; বোগাসকে বোগাসই বলতে হবে।
অর্থমন্ত্রণালয়ের নতুন প্রতিমন্ত্রী এম এ মান্নানও এসময় অর্থমন্ত্রী মুহিতের সঙ্গে ছিলেন।
প্রসঙ্গত, আবুল মাল আবদুল মুহিত ১৯৮১ সালে হুসেইন মুহাম্মদ এরশাদের সরকারে অর্থমন্ত্রী হিসাবে দুই বছর দায়িত্ব পালন করেন। ২০০৮ সালের ডিসেম্বরে আওয়ামী লীগ ক্ষমতায় এলে আবার অর্থমন্ত্রীর দায়িত্ব পান তিনি। তবে এবার নিজের কাজে সহায়তার জন্য প্রতিমন্ত্রী হিসেবে আরেক সাবেক আমলা এম এ মান্নানকে পেয়েছেন।